আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
সুপ্রিয় এলাকাবাসী শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে কর্মজীবনের জন্য প্রস্তুত করা । সামাজিক ও অনৈতিক চরম অবক্ষয়ের যুগে সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে সচেতন অভিভাবক মাত্রই দিশাহারা। এক্ষেত্রে একটি ভুল সিদ্ধান্ত অন্ধকারাচ্ছন্ন হয়ে যেতে পারে আমাদের কলিজার টুকরো সন্তানের অপার সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ। সন্তানকে সৎ, চরিত্রবান, খোদাভীরু ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। অপরদিকে যুগের সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে জাগতিক সফলতার স্বর্ণ শিখরে অধিষ্ঠিত হওয়ার জন্য আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার তীব্র প্রয়োজনীয়তা রয়েছে। উভয় শিক্ষার চাহিদা পূরণে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে “দেবীগঞ্জ জমির উদ্দিন দাখিল মাদ্রাসা”। প্রতিষ্ঠানটি দক্ষ ম্যানেজিং কমিটি, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। মনোরম পরিবেশ, শৃঙ্খলা, শিক্ষকদের একাগ্রতা, শিক্ষক- শিক্ষার্থীর বন্ধুত্বপূর্ণ আচরণ, অভিভাবক ও এলাকাবাসীর সুদৃষ্টিতে প্রতিষ্ঠানটি বিভিন্ন পর্যায়ে প্রশংসনীয় অবদান রেখে আসছে। প্রতিষ্ঠানটির সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তারা তাদের কোমলমতি সন্তানদের এই প্রতিষ্ঠানে পড়াশোনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠছে। তাই কুরআন সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমি মনে করি।
পরিশেষে দেবীগঞ্জ জমির উদ্দিন দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা অবদান রেখেছেন, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রতিষ্ঠানটির উন্নয়নে অতীতে যারা শ্রম দিয়েছেন এবং বর্তমানে যারা শ্রম দিচ্ছেন উভয়কে আল্লাহ উত্তম জাযা দান করুক, আমিন ।
ধন্যবাদান্তে-
মোঃ জামিয়ার রহমান
সুপারিনটেনডেন্ট
দেবীগঞ্জ জমির উদ্দিন দাখিল মাদ্রাসা দেবীগঞ্জ, পঞ্চগড়